প্রকাশিত: Thu, Jul 20, 2023 8:28 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

[১]কোরআন পুড়ানোর প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগ

সাজ্জাদুল ইসলাম: [২] বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে। সুইডেনে পবিত্র কোরআন পুড়ানের প্রতিবাদে বুধবার রাতে কয়েকশ’ বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা দূতাবাস ভবনে  প্রবেশ করে তাতে আগুন ধরিয়ে দেন। সূত্র :আল-জাজিরা

[৩] প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ঘটনায় দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা অক্ষত রয়েছেন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় বাগদাদের সুইডিশ দূতাবাসের কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

[৪] সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ইরাকসহ মুসলিম বিশ্বের দেশগুলোয় এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বাগদাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকেরা।

[৫] মুক্তাদা আল-সদরের সমর্থক হিসেবে পরিচিত ‘ওয়ান বাগদাদ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। শুরুর দিকের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী ব্যক্তিরা বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হয়েছেন। এর ঘণ্টাখানেক পর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালেও বিক্ষোভকারীদেরকে  দুতাবাসের কাছে দেখা যায়।

[৬] ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

[৭] এদিকে সুইডিশ নিউজ এজেন্সি টিটি বুধবার জানিয়েছে যে, সুইডিশ পুলিশ স্টকহোমে ইরাকী দূতাবাসের বাইরে বৃহস্পতিবার বিক্ষোভ করার একটি আবেদন মঞ্জুর করেছে। সম্পাদনা: সালেহ বিপ্লব